
ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আজ বুধবার। দেশের সর্ববৃহৎ এই সমাবর্তনে সম্মানসূচক ডি লিট উপাধি দেয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনূসকে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, এখন পর্যন্ত ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট সমাবর্তনে অংশ নেয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এ অনুষ্ঠানের বাজেট ধরা হয়েছে ১৪ কোটি টাকা। অংশগ্রহণকারীরা বুধবার দুপুর ১২টা পর্যন্ত নিজ বিভাগ থেকে গাউন ও টুপি নিতে পারবেন। তবে সমাবর্তনের অনুষ্ঠান শেষ হওয়ার পর গাউন আবার বিভাগে জমা দিতে হবে। অন্যথায় সার্টিফিকেট ও উপহার পাবেন না। সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে বিভাগ থেকে খাবার নিতে হবে। বেলা একটার মধ্যে কেন্দ্রীয় খেলার মাঠের প্যান্ডেলে ঢুকতে হবে। এরপর আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। প্যান্ডেলের ভেতরে আমন্ত্রণপত্র ও মুঠোফোন বাদে অন্য কোনো কিছু বহন করা যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষায় এরই মধ্যে মতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। এছাড়া পুরো ক্যাম্পাস জুড়ে রয়েছে গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি। আয়োজোনের আনুষাঙ্গিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছে প্রশাসন। ক্যাম্পাস সাবেক শিক্ষার্থী এবং অবিভাবকদের আগমনে মুখরিত হয়ে উঠেছে। তবে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, গ্র্যাজুয়েটদের সঙ্গে আসা অতিথিদের কেউ প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে পারবেন না। তাদের জন্য বিভাগগুলোর কিছু কক্ষ বরাদ্দ রাখা হবে।
যাতায়াত : চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব ২২ কিলোমিটার। এই দূরত্বে যেন নির্বিঘেœ যাতায়াত করতে পারেন সমাবর্তীরা এজন্যও ব্যবস্থা নিয়েছে প্রশাসন।অংশগ্রহণকারীদের যাতায়াতের সুবিধার্থে প্রায় ১০০টি বাস চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে। সমাবর্তনের দিন ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের ব্যক্তিগত গাড়ি প্রবেশ করবে না। ব্যক্তিগত গাড়ি ১ নম্বর গেট এলাকা পর্যন্ত আসতে পারবে। সেখান থেকে শাটল বাসে করে অংশগ্রহণকারীদের ক্যাম্পাসে আসতে হবে। এছাড়া শাটল ট্রেনেও রাখা হয়েছে বাড়তি শিডিউল। সকালে চট্টগ্রাম বটতলি স্টেশন থেকে ৭:১৫টা ও ৭: ৪০টায় দুইটি ট্রেন ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা করবে। এছাড়া ৯:৩০ টা, ১০:১৫টা, ১১:৩০ টায় আরো তিনটি ট্রেন ষোলশহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে আসবে। দুপুর ২:৩০ টা, বিকেল ৩:৩০ ট, ৫টা এবং রাত ৮:৩০টায় আরও তিনটি ট্রেন ক্যাম্পাসে উদ্দেশ্যে রওনা দিবে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনটি ট্রেন সকাল ৮:৪০, ৯:০৫, ১০টায় ষোলশহরে উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া দুপুর ১টা, ২টা, বিকেল ৩:৩৫ টা, ৪:৪০টা, সন্ধ্যা ৬:২০, রাত ৯:৪৫ টায় শহরের উদ্দ্যেশ্যে শাটল চালু থাকবে।
অনুষ্ঠানসূচী : সমাবর্তনের মূল আয়োজন অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে। এরই মধ্যে সেখানে আয়োজনের আনুষাঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। আয়োজনস্থলে দুপুর দেড়টায় অতিথিবৃন্দের আসন গ্রহণ করবেন। পৌনে দুইটার দিকে সমাবর্তন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। দুপুর দুইটায় সমাবেত জাতীয় সংগীত গাওয়া হবে। পাঁচ মিনিট পর পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করে আয়োজন শুরু হবে। সোয়া দুইটায় সভাপতি হিসেবে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন। এরপর প্রো-ভাইস-চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. শামিম উদ্দিন স্বাগত বক্তব্য দিবেন। দুপুর দুইটা ২০ মিনিটে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ডি. লিট ডিগ্রি প্রদান করা হবে। আড়াইটার দিকে ভাইস-চ্যান্সেলর কর্তৃক ডিগ্রি প্রদান করা হবে। তিনটায় প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখবেন। এরপর ইউজিসি চেয়ারম্যানের বক্তব্যের পর শিক্ষা উপদেষ্টার বক্তব্য দিবেন। সোয়া তিনটায় সমাবর্তন বক্তার বক্তব্য রাখবেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপর অতিথিদের ক্রেস্ট প্রদান করা হবে। দুপুর ৩ টা ৫০ মিনিটে সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা দেয়া হবে। বিকেল চারটায় জাতীয় সংগীত গাওয়া শেষ হলে সমাবর্তন বক্তা সমাবেশস্থল ত্যাগ করার মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।ই