কারিমা খাঁন দুলারী,
খুলনা জেলা।
ডিপ্রেশন মানুষের জীবনে একটা
নির্মম মর্মান্তিক চাপ।
মানসিক রোগ বিশেষজ্ঞরা মনে করে,
যেমন হতাশা বিষন্নতা বিষাদ রহস্যময় আলোড়ন কাহিনী সংযোগ।
যখন মানুষের হৃদয়ে আঘাত হানে
সে কিন্তু মনোবল হারিয়ে ফেলে।
সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা নিয়ে
ক্রাইসিসের ভিতর পড়ে মানসিক এক রোগে আক্রান্ত হয়ে যায়।
এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয় সব সময় বুকের পাটাতনে পাহাড়সম কষ্ট নিয়ে অস্থিরতা উপভোগ করে।
এই কষ্টের বোঝা ঘাড়ে নিয়ে করে যায় জীবনের সংগ্রাম,
মনস্তত্ত্বের ঘারতি দেখা দেয় অবিরাম অবিরত।
তখন কে আপনজন আর কে পর বিবেচনা করে না।
হৃদয়ের বাঁধনে বাঁধা মায়াজালে বিভোর হয়ে ও মস্তিষ্কের কার্যক্ষমতা হারিয়ে ফেলে গতি হীন নিরবতায়।
বিস্মিত হয়ে পড়ে,কারো স্পর্শ তাঁর সহ্য হয় না স্বাদের জীবন নষ্ট হয়ে যায় অনুভব করে না।
এই সিস্টেম গুলো এক মাত্র মানসিক যন্ত্রণা এই আবেগ অনুভূতি হৃদয়ের স্পন্দন জুড়ে থাকে বিদ্যামান।
আর সে কখনো সুস্থতার চিন্তা ভাবনা করে না,এই জীবন গুলো ধ্বংস হয়ে যায় মানসিক রোগের জন্য। বাস্তবতা যদি বিবেচনা করলে বুঝা যায় এই রুগীর সাফল্য অর্জন করা দুঃসাধ্য ব্যাপার।
এই রোগের কোনো ওষুধ নেই নিরাময় করবে।
জীবন্ত দগ্ধ একটা লাশ হয়ে বেঁচে থাকে। নিথর দেহ নিয়ে।আমরা অবিরাম অবিরত এমন রুগী অনেক দেখতে পাই।
যেন নির্বোধ দীর্ঘশ্বাস ফেলে হিংস্র মনে বিসর্জন দেয় জীবনটাকে বদলে।
নিমিষেই বিলীন হয় সুস্থতা
কামনা বাসনা পূর্ণতা, অযত্নে উদ্ভট জীবন কাহিনী গড়ে। কষ্টের সঙ্গে সন্দীপন করে,দগ্ধ হয় বুকের পাটাতনে ভাঙনের কম্পন অনুভবে।
হৃদয়ের অনুভূতি প্রকাশ করা যায় না নিস্তব্ধ ভাষা গুলো বেদনাময় যন্ত্রণা সহ্য করে।
কি বিচিত্র মনে হয়,মরীচা পড়ে বিবেক,বুদ্ধি আর বিকাশিত হয় না শুধু নিরবতা কি অদ্ভুত রহস্যময় কাহিনী।
নির্জনে একাকি মনে দিশাহারা তরী জোয়ার ভাটার টানে ছুটে চলে না ফেরার দেশে।
নিরবে নিভৃতে কাঁদে সংগোপনে অনুরাগে মেতে। সংগ্রামী এই সহযুদ্ধা হতাশার অন্ধকারে ভেঙ্গে পড়ে প্রতিহত করা যায় না। ধ্বংস করে মনোবল।
সাহসী সমীচিন বীরপ্রতীক নিষ্পাপ ফুলের মত তরতাজা সুন্দর সতেজ জীবন গুলো ঝরে যায় শুকনো ফুলের পাপড়ির মত নিখিল বিশ্বে ছড়িয়ে পড়ে এই ইতিহাস।এই সমাজ নির্মমভাবে ভাগ্যের পরিহাস করে।মনে হয় বুলেটের আঘাতে বক্ষ ক্ষত বিক্ষত করে।
করুন স্বরে বলে আমার জীবনে আর বাঁচার স্বাদ নেই মনের অনুরাগে নির্জনে কাঁটে দিন।
দুরন্ত দুর্বার, দুর্গম মন দুর্দান্ত হয়ে যায়, তখন আর মুখে মৃদু হাঁসি ও আসে না।