ঠাকুরগাঁওয়ে ধর্ম মন্ত্রণালয়ের  গণশিক্ষা কার্যক্রম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও থেকে : টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক ঠাকুরগাঁও জেলা কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ মে, বৃহস্পতিবার সকালে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ঠাকুরগাঁও এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যজিৎ কুমার কুন্ডুর সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, ঠাকুরগাঁও জেলা শাখা সভাপতি মনোরঞ্জন সিং, পুলিশ পরিদর্শক হাসান আসকারিসহ অন্যান্যরা।

মন্তব্য করুন