টি-টোয়েন্টিতে প্রথম ‘হারের সেঞ্চুরি’ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৬ রানে হারে টাইগাররা। টি-টোয়েন্টি ইতিহাসে এটি বাংলাদেশের শততম হার। বিশ্বের আর কোন দলের টি-টোয়েন্টিতে একশ ম্যাচ হারের রেকর্ড নেই।

সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি হারের রেকর্ড ছিলো ওয়েস্ট ইন্ডিজের, ৯৯টি। তখন বাংলাদেশের ছিলো ৯৮টি হার। কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে প্রথম দুই ম্যাচেই হেরে বিশ্বের প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে শততম হারের লজ্জার রেকর্ড গড়ে বাংলাদেশ। ১৬৮ ম্যাচে ১শ হার এখন বাংলাদেশের। ১৯৩ ম্যাচে ৯৯ রান ক্যারিবীয়দের।

টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ হার শ্রীলঙ্কার। ১৮৯ ম্যাচের ৯৮টিতে হেরেছে লঙ্কানরা। এরপর জিম্বাবুয়ে ৯৫টি ও নিউজিল্যান্ড ৯০ ম্যাচে হেরেছে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি পরাজিত হওয়া শীর্ষ পাঁচ দল :

দল ম্যাচ জয় হার

বাংলাদেশ ১৬৮ ৬৪ ১০০

ওয়েস্ট ইন্ডিজ ১৯৩ ৮১ ৯৯

শ্রীলংকা ১৮৯ ৮৫ ৯৮

জিম্বাবুয়ে ১৪৫ ৪৭ ৯৫

নিউজিল্যান্ড ২১৬ ১০৯ ৯০

মন্তব্য করুন