মো:ওসমান হোসেন সাকিব
পার্বত্য চট্টগ্রামে উত্তেজনা,
ইন্ধনে হয় তা আছে জানা।
অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে,
উস্কানিতে পাহাড়ি সন্ত্রাসীরা।
ভুখন্ডের সার্বভৌমত্ব রক্ষায়,
সন্ত্রাসীদের কোনো ঠাঁই নাই।
পাহাড় থেকে সেনা প্রত্যাহার হলে,
ভুখন্ডের নিরাপত্তা নাই।
পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর হামলায়
যেথায়,সেনা অফিসাররা রক্তাক্ত হয়,
বুঝা যায়,আন্দোলনটা অধিকারের নয়
বিচ্ছিন্নতার সুযোগ চায়।
সরকারকে বলি_
যদি চান পার্বত্য চট্টগ্রামে শান্তি,
উস্কানিদাতাদের আগে করুন বন্দি।
উগ্রবাদী,সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে
আইনের আওতায় আনা জরুরি।
যদি চান ভুখন্ডের নিরাপত্তা_
সেনা ক্যাম্প স্থাপন করুন পর্যাপ্ত।।
শিক্ষার্থী:_গাছবাড়িয়া সরকারি কলেজ, ব্যবস্থাপনা বিভাগ।