
উম্মে কুলসুম
দুনিয়ারি রং বাজারে
সবি টাকার খেলা,
বন্ধুত্বের নামে আছে যত
সবি স্বার্থের মেলা।
জীবন নামের মিথ্যা আশা
মিছা মায়ার বাঁধন,
ক্ষণিকের জীবনে স্বার্থের বাঁধন
ছিড়ে যাবে সব, আসবে যেদিন মরণ।
আজাবে এই দুনিয়ায় মাঝে
সবই মিথ্যা আশা,
মিথ্যা সংসার রয়েছে যত
প্রেম আর ভালোবাসা।
কিসের নেশায় মুগ্ধ হয়ে
ওরে অবুঝ মন,
কোন সে আশায় ছুটে চলো
তুমি সারাক্ষণ।
জীবনের এই মায়াজালে
বন্দী হলে না বুঝে,
সময় থাকতে মনডে তুমি
সঠিক পথটা নাও খুঁজে।
বুঝবে সেদিন, পরবে যেদিন
মিছে মায়ার ফান্দে,
আশার আলো নিভে যাবে
প্রাণ পাখিটা কান্দে।
ইচ্ছে করে মায়ার শহরে
বেঁচে থাকি অনেক দিন,
জীবন বেলা যাচ্ছে ডুবে
সময় বুঝি নাই বেশিদিন।