
নিজস্ব প্রতিবেদন : ক্যান্টনমেন্ট থানার এক মামলায় ভুয়া আসামি সেজে আত্মসমর্পণ করে পূর্বশর্তে জামিন চাইতে এসে নাসিম শেখ নামের ১ ব্যক্তি ধরা পড়েছেন।
সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান আলী বাদী হয়ে কোতোয়ালি থানায় আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
আসামিরা হলেন- নাসিম শেখ (আসাদুজ্জামান খোকন পরিচয়দানকারী) এবং আইনজীবী মো. শহিদুল ইসলাম (৫৫) ও আসাদুজ্জামান খোকন (৫২)।
আইনজীবী শহিদুল সাংবাদিকদের বলেন, সে (নাসিম) যে মূল আসামি নয় আমি জানতাম না। এসআই শাহজাহান আলী বলেন, তারা পরস্পর যোগসাজশে আদালতের সঙ্গে প্রতারণা করেছেন। আদালতের জিজ্ঞাসাবাদে সে ধরা পড়ে। ৩ আসামির মধ্যে ১জন গ্রেফতার আছেন।
মামলার এজাহারে বলা হয়, সোমবার আদালতে ক্যান্টনমেন্ট থানার মামলার শুনানি চলছিল। এসময় মামলায় এজাহারনামীয় আসামি আসাদুজ্জামান খোকন (৫২) ও মতিউর রহমানের (৪৭) আত্মসমর্পণ করে জামিনের আবেদন শুনানিতে দুই আসামি হাজির হন। তখন মতিউর সঠিক তথ্য দিতে পারলেও নাসিম মূল আসামির জাতীয় পরিচয়পত্র দেখাতে পারেননি এবং মায়ের নাম সঠিকভাবে বলতে পারেননি। ভুয়া আসামি তার নাম নাসিম ও তিনি কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া থানার মৃত কফিল উদ্দিনের ছেলে বলে জানান।
কোতোয়ালি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র সরকার সাংবাদিকদের বলেন, নাসিম শেখ নামে ১জন আসামিকে নিয়ে আসা হয়েছে।যু