
ডেস্ক : জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাসেলসহ সারা বাংলাদেশে সাংবাদিকদের নির্যাতন ও হামলার প্রতিবাদে আজকের মানববন্ধন। নারায়ণগঞ্জ বন্দরে জাহাজের পুরাতন গরদা জোর পূর্বক ছিনিয়ে নেয়ার কাজে বাধা দেয়ার জেরে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাসেল ইসলাম জীবনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে, ফ্যাসিস্ট দোসর সাদা জাহাঙ্গীরসহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। আহত গনমাধ্যম কর্মী রাসেল ইসলাম জীবন ঢাকা নারায়ণগঞ্জ বন্দর থানার ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদনগর এলাকার মৃত নাজির সরদারের ছেলে।
স্থানীয় এলাকাবাসী আহতকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে প্রেরণ করে। গত ৭ এপ্রিল, সোমবার সকাল সাড়ে ৯টায় বন্দর থানার মাহমুদনগর এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত গণমাধ্যমকর্মী বড় ভাই গরদা ব্যবসায়ী নাদিম মাহামুদ বাদী হয়ে সন্ত্রাসী হামলার ঘটনার ওই দিন দুপুরে ফ্যাসিস্ট দোসর সাদা জাহাঙ্গীর, আলমগীর, সাইফুল, আকিব, আয়াতসহ অজ্ঞাত নামা ৫ থেকে ৭ জনকে আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও বাদীর তথ্য সূত্রে জানা যায়, বন্দর থানার মাহমুদনগর এলাকার মৃত আজগর আলী মিয়ার ছেলে জাহাঙ্গীর ওরফে সাদা জাহাঙ্গীরের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে মাহমুদনগর এলাকাবাসী।
জাহাঙ্গীর ওরফে সাদা জাহাঙ্গীর ও তার ভাই আলমগীর একই এলাকার সাজু মিয়ার ছেলে সাইফুল, আলমগীর মিয়ার ছেলে আকিব ও শওকত মিয়ার ছেলে আয়াতসহ ৫ থেকে ৭ জন সন্ত্রাসী অভিযোগের বাদী ভাঙ্গারী ব্যবসা নাদিম মাহমুদ এর দোকান থেকে জোর পূর্বক পুরাতন জাহাজের গরদা নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় ভাঙ্গারী ব্যবসায়ী ছোট ভাই গণমাধ্যম কর্মী রাসেল ইসলাম জীবন বাধা প্রদান করলে এ নিয়ে তাদের মধ্য বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে গত সোমবার সকাল সাড়ে ৯টায় ফ্যাসিস্ট দোসর সাদা জাহাঙ্গীরের নেতৃত্বে উল্লেখিত সন্ত্রাসীরা দেশিয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে উল্লেখিত ভাঙ্গারী দোকানে অর্তকিত হামলা চালায়। ওই সময় হামলাকারিরা গণমাধ্যম কর্মীকে হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক কাটা ও হাড় ভাঙা জখম করে নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মাহমুদনগর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এরই প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্দেশে সারা বাংলাদেশে প্রতিবাদসভা ও মানববন্ধনের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটি, জেলা কমিটি, মহানগর কমিটির উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে গত ১০ এপ্রিল ২৫ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়,
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি, ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ মাসুদ আলম সাগর, উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি, মোঃ খাইরুল ইসলাম ও আতিকুর রহমান আজাদ।
চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি নুরুল কবির ব্যুরো প্রধান মাই টিভি, সভাপতি মাইনুদ্দিন সোহেল গিরিদ অর্পণ ও এই বাংলা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম
সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ পাটোয়ারী,
দপ্তর সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, দৈনিক বাংলাদেশ সমাচার স্টাফ রিপোর্টার।
আরো বক্তব্য রাখেন,লাইন এম এম ইউসুফ চট্টগ্রাম জেলা সভাপতি আবদুল মজিদ চৌধুরী, সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা কে এম রুবেল, চট্টগ্রাম মাহানগর কমিটির সভাপতিসহ বিভিন্ন সাংবাদিকগণ উক্ত মানববন্ধনে উপস্থিত হয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।