
অনলাইন ডেস্ক : জাতিসংঘের ‘আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস’ উপলক্ষে তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। তার অসামান্য অবদান এবং শূন্য অপচয়ের লক্ষ্যে বিশ্বব্যাপী সমর্থন জোগানোর জন্য তাকে আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান জানানো হয়েছে। এদিন তুরস্কের ফার্স্ট লেডি তার বক্তব্যে বিশেষভাবে শূন্য বর্জ্য ব্যবস্থাপনা ও টেক্সটাইল বর্জ্যের সমস্যা নিয়ে আলোচনা করেছেন।
শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবসের’ উচ্চ পর্যায়ের স্মরণসভায় এই বক্তব্য দেওয়া হয়। তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান তার বক্তৃতায় বিশ্বব্যাপী ভোগের ধরণে জরুরি পরিবর্তন আনার জন্য আহ্বান জানান। তিনি বর্তমান রৈখিক উৎপাদন মডেলের ক্ষতিকর প্রভাবের কথা উল্লেখ করে বর্জ্য হ্রাস, পুনঃব্যবহার এবং পুনর্ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
এদিন অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি, ইউএনইপি এবং ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালকরা বক্তব্য রাখেন। টেক্সটাইল বর্জ্যের সমস্যা মোকাবেলায় বিশ্বব্যাপী বিভিন্ন বিশেষজ্ঞ, সুশীল সমাজের নেতা এবং কর্মীরা তাদের চিন্তাভাবনা ও পরামর্শ শেয়ার করেন। তাদের আলোচনায়, বর্তমান বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটিগুলো এবং সেগুলোর সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী তার বক্তব্যে বাংলাদেশ সরকারের টেকসই টেক্সটাইল খাতের জন্য নানা উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ বর্জ্য হ্রাস ও পুনর্ব্যবহার কার্যক্রমে সচেষ্ট রয়েছে এবং এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তাও প্রয়োজন।
এমন একটি ইভেন্টে ড. মুহাম্মদ ইউনূসের অবদানের স্বীকৃতি আন্তর্জাতিকভাবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বিশ্বব্যাপী শূন্য বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তা বিশ্বকে আরও সুরক্ষিত এবং টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। সূত্র:ই