জনসংখ্যা বাড়াতে তুরস্কে ভাতা, তৃতীয় সন্তানে মিলবে মাসে ১৭ হাজার টাকা

অনলাইন ডেস্ক : তুরস্কে জন্মহার কমে যাওয়ায় এবং বয়স্ক জনগণের সংখ্যা বৃদ্ধির ফলে সামাজিক ও অর্থনৈতিক সমস্যা তৈরি হতে পারে, এমন আশঙ্কা করছে সরকার। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই পরিস্থিতি মোকাবেলায় নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি সম্প্রতি ঘোষণা করেছেন, যেসব দম্পতি সন্তান নেবেন, তারা আর্থিক সহায়তা পাবেন। এটি মূলত দেশের জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

নতুন বছরের শুরুতে চালু হওয়া এই কর্মসূচির আওতায়, প্রথম সন্তানের জন্য দম্পতিরা এককালীন ৫ হাজার লিরা পাবেন। দ্বিতীয় সন্তান হলে, তাদের প্রতি মাসে ১ হাজার ৫০০ লিরা ভাতা দেওয়া হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হলো তৃতীয় সন্তান নিলে, দম্পতিকে প্রতি মাসে ৫ হাজার লিরা ভাতা দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার টাকার সমান। তুরস্কের বিদেশে অবস্থানকারী নাগরিকরা এই সুবিধা পেতে তাদের নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এই পদক্ষেপের উদ্দেশ্য হলো তুরস্কে জন্মহার বৃদ্ধি করা, বিশেষ করে যখন জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তরুণদের মধ্যে বিয়ে ও সন্তান নেওয়ার প্রতি আগ্রহ কমে গেছে। এরদোয়ান প্রশাসন আশা করছে, এই আর্থিক সহায়তা দম্পতিদের সন্তান নেওয়ার জন্য আরও উৎসাহিত করবে এবং দেশের ভবিষ্যত ঝুঁকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।ই

মন্তব্য করুন