চিন্ময় দাসের জামিন স্থগিত

অনলাইন ডেস্ক : রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ স্থগিতাদেশ দেন। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত জানায়, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ এবং নিয়মিত ‘লিভ টু আপিল’ দায়ের না হওয়া পর্যন্ত এই জামিন স্থগিত থাকবে।

এর আগে, মঙ্গলবার দুপুরে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেন। একইসঙ্গে জামিন সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করা হয়।

পরে বিকেলে রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড হেলাল আমীন আপিল বিভাগের চেম্বার জজ আদালতে জামিন স্থগিত চেয়ে আবেদন করেন।ই

মন্তব্য করুন