
নিজস্ব প্রতিনিধি : শায়েখ চরমোনাই সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, যে সরকার পতন হয়েছে তারা যে লুটপাট করেছে পৃথিবীতে কেউ দেখেনি। দেশ থেকে ১৪ লাখ কোটি টাকা পাচার করেছে। প্রত্যেকের মাথায় দেড় লাখ টাকা লোন। যে আজ জন্ম নেবে তার মাথায় দেড় লাখ টাকা লোন।
তিনি বলেন, ৫ আগস্টের পর একটি দল লুটপাট, জমি দখল ও ভাঙচুর করেছে; তাদের বাংলার মানুষ ক্ষমতায় নেবে না। আগামীতে কোনো ধর্ষণকারী লুটপাট ও চাঁদাবাজ সন্ত্রাসীদের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।
রোববার বিকালে ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে শরীয়তপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে বিকাল ৪টায় এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এসব কথা বলেছেন।
তিনি বলেন, হাজার সরকার পরিবর্তন হয়। গোটা সংসদ পালিয়ে যায় এ ধরনের নজির নেই। সবাই পালিয়ে গেছে কেউ কথা বলতে পারছে না। সরকার পরিবর্তনের পর সুপ্রিম কোর্টে পুরো বেঞ্চ পরিবর্তন হয়ে যায়, ইউনিভার্সিটির ভিসিরা পদত্যাগ করে পৃথিবীর কোথাও নজির নেই। তারা কোথায় নিয়ে গেছে দেশটাকে। আওয়ামী ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় ছিল কিন্তু দেশের জন্য কিছু করতে পারেনি। মানুষের নিরাপত্তা দিতে পারেনি।
শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুফতি মো. তোফায়েল আহম্মেদ কাসেমীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী সচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর) মাওলানা নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া, জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট হানিফ মিয়া, জেলার প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা শওকত আলী, জেলা সদস্য হাফেজ মাওলানা কেরামত আলী।
সমাবেশ পরিচালনা করেন ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম।যু