চাঁদাবাজির প্রতিবাদ করায় বন্দরে ছুরিকাঘাতে যুবক মুসলিমকে হ*ত্যা

নিজস্ব প্রতিনিধি : চাঁদাবাজির প্রতিবাদ করায় নগরে মো. মুসলিম উদ্দিন (৪৮) নামের ১ যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর রোববার সাড়ে ৮টার দিকে বন্দর থানার ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মুসলিম একই এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে। নিহতের চাচা মো. আলী হোসাইন সাংবাদিকদের বলেন, আমরা নিজেরাও বিএনপি পরিবারের সদস্য। কিন্তু দুঃখজনকভাবে মিজান নামের ১ সন্ত্রাসী বিএনপি পরিচয় দিয়ে এলাকার একটি স্ক্র্যাপের দোকানে চাঁদাবাজির চেষ্টা করছিল। তার সঙ্গে আমির নামের আরও ১জন ছিল।

এ সময় দোকানটির সামনে থাকা মুসলিম প্রতিবাদ করায় তাকে ছুরিকাঘাত করে মিজান। আমরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার বিষয়ে রবিবার রাত সাড়ে ১১ টায়ও কোনো তথ্য দিতে পারেনি বন্দর থানা পুলিশ।আ

মন্তব্য করুন