
নিজস্ব প্রতিনিধি : চাঁদাবাজির অভিযোগে ঢাকা ৪ কদমতলী-শ্যামপুর আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলাসহ তার অনুসারী কয়েক জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী শ্যামপুর থানাধীন আমীর টাওয়ারের কর্ণধার অহিদুজ্জমান বাবুল ওরফে বাবুল মিয়া ও মাসুদ পারভেজ গত ২২ আগস্ট মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন তারা। মামলার অন্য আসামিরা হলেন, শেখ মাসুকুর রহমান, সাইদুর রহমান নান্নু, শামসুজ্জামান কাজল, মো কফিল উদ্দিন, মো সাহিদুল্লাহ, মাহবুবুর রহমান, মিসেস সালমা হোসেন ও শাকিল রহমান। মামলার বিবরণ থেকে জানা যায়, উক্ত আসামী গণ ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এই সময়ে বাদীদ্বয়ের কাছ থেকে জোর পূর্বক চাঁদা আদায়, মেরে ফেলার হুমকি দিয়ে ফ্ল্যাট রেজি: করে নেয়ার মত অপরাধের সাথে জড়িত। আদালত মামলা দুটি আমলে নিয়ে সংশ্লিষ্ট দের তদন্তের নির্দেশ দিয়েছেন।ই