চন্দনাইশে ১ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

খবর ডেস্ক:
চট্টগ্রামের চন্দনাইশে কৃষি জমির মাটি ব্যবহার করার অপরাধে ১টি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৯ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার হাসিমপুর ইউনিয়নের খাঁন বটতলের মের্সাস খাজা ব্রিকস নামে ওই ইটভাটাকে এই জরিমানা করা হয়।

চন্দনাইশ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এই অভিযান পরিচালনা করেন।

চন্দনাইশ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা সাংবাদিকদের বলেন, ইটভাটা স্থাপন ‍ও পরিচালনার শর্ত ভঙ্গ করে ফসলি জমি থেকে মাটি সংগ্রহ করায় মের্সাস খাজা ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন