চন্দনাইশে অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে সন্ত্রাসী জুবায়ের আরেফিন আটক

নিজস্ব প্রতিনিধি : চন্দনাইশের সাতবাড়িয়া থেকে অস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। তার নাম জুবায়ের আরেফিন (২৮)। চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে আজ ২৫ মে, রবিবার ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, চন্দনাইশ উপজেলাধীন ৯নং সাতবাড়ীয়া ইউনিয়ন নাজিরহাট নগরপাড়ার নিজ বাড়িতে অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে আজ রবিবার ভোররাতে অভিযান চালায় সেনাবাহিনী।

এ সময় ওই এলাকার মোহাম্মদ জাফরের ছেলে শীর্ষ সন্ত্রাসী জুবায়ের আরেফিনকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ১টি দেশীয় তৈরী অস্ত্র, ২টি রাম দা, ১টি ছুরি, ৩টি মোবাইল সেট ও নগদ ১২৩১ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত শীর্ষ সন্ত্রাসী জুবায়েরকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।আ

মন্তব্য করুন