চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী)র উন্নয়নে মাওলানা,মুফতি মো: রশিদুল হক (বি,এসসি)র ঘোষনা

খবর ডেস্ক :
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী)র সংসদীয় আসন হইতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোণীত সৎ ও যোগ্য প্রার্থী মাওলানা ,মুফতি মো: রশিদুল হক (বি,এসসি)র ঘোষনা :

চট্টগ্রাম– ১৩, আসনের খেলাফত আন্দোলনের মনোণীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মাওলানা ,মুফতি মো: রশিদুল হক (বি,এসসি) বলেন, এলাকায় মাদকাশক্তি ও বিক্রি সমাজ, এলাকায় ভয়ানক ব্যাধি ও অপরাধ সৃষ্টির মূল । যা তরুণ–যুবকরা গ্রহণ করে নিজেদের ক্ষতির পাশাপাশি সমাজে উঠতি বয়সীদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ।

আমার সংসদীয় ইউনিয়ন, এলাকায়ও মাদকাসক্তর প্রভাব দিন দিন বেড়ে গেছে এবং বেড়ে যাচ্ছে। শুধু তাই নই, পাশা-পাশি বিভিন্ন অপরাধও বেড়ে যাচ্ছে। কিছু অসাধু প্রভাবশালী ও জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় থেকে এসব মাদক বিস্তারসহ বিভিন্ন অপরাধ সৃষ্টি হচ্ছে ।

আমি মহান আল্লাহকে স্বাক্ষী রেখে ঘোষণা করছি যে, আমার নীতি ও আদর্শ হল ইসলাম। তাই আমি নির্বাচিত হলে, মহান সংসদে আল্লাহ ও রাসূল (সা:)-এর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলব, বাতিল ও শয়তানি শক্তির উত্তান ঘটলে তার বিরুদ্ধে জিহাদ করবো, সমাজ থেকে সন্ত্রাস ও দুর্ণীতি দুর করবো, এলাকার সার্ভিক উন্নয়ন সাধন করবো, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা বিধানে সচেষ্ট হবো এবং অভাবীদের অভাব দুরীকরণে সর্ব শক্তি নিয়োগ করবো, হযরত ওমর ফারক (রা:)-এর মত ঘুরে ঘুরে জনগনের দু:খ-দুর্দশা দেখবো ও সমাধান করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ।

এখন আপনার বিবেককে জিজ্ঞেস করুন? কোন পক্ষে যাবেন এবং কোন আদর্শে ভোট দিবেন?
মাওলানা শামসুল হক পরিদপুরী (সদর ছাহেব হুজুর (রহ:) বলেছেন দেশী, খেশী ও দল প্রীতিতে ইসলামের বিরুদ্ধে ভোট দিয়ে দুনিয়া ও আখিরাতের সর্বনাশ ডেকে আনবেন না। অসৎ অযোগ্য, খুনি, দাগি সন্ত্রাসী, দুর্ণীতিবাঁজ, ক্ষমতার অপ-ব্যবহারকারিদের ভোট দেয়া হারাম।
কেননা মানুষ সৃষ্টির মুখ্য উদ্দেশ্য হলো ২টি- খেলাফত আর এবাদত, খেলাফত পদ্ধতির সরকার আজ দেশে চালু না থাকায় সমস্ত অসান্তির মূল কারন।

হাফেজ্জী হুজুর (রহ:) বলেছেন, ভোট গ্রহিতারা বিজয়ী হয়ে পাপ করলে, ভোট দাতারাও সে পাপের সমান অংশীদার হবে।

ভোট একটি আমানত,সঠিক পথে প্রয়োগ করা এবাদত।
তাই দ্বীনদার, বিশ্বস্ত আল্লাহওয়ালা লোকদেরকে নির্বাচিত করা ভোটারদের পরম দ্বায়িত্ব।

অতএব আমি আশা করবো, আপনার, মূল্যবান ভোটটি শান্তির প্রতীক বটগাছ মার্কায় প্রদান করবেন,এতে আপনার ভোট পচাবেনা, মাটির নিছে কবরে গিয়েও অক্ষয় দেখতে পাবেন। যোগাযোগ- 01884-211061

মন্তব্য করুন