চট্টগ্রাম মহানগরে ৫ দফা দাবিতে জামায়াতের গণমিছিল

অনলাইন ডেস্ক : জুলাই সনদের ভিত্তিতে ফ্রেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা।

শুক্রবার বাদে জুমা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ উত্তর গেটে সমাবেশটি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেছেন, ‘জুলাই সনদ’-এর বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশরে সূচনা হবে। এই সনদে আমরা যে কাঠামোগত ও রাজনৈতিক সংস্কারের রূপরেখা দিয়েছি, তা দেশের জনগণের আকাঙ্ক্ষা, ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতি এবং প্রকৃত গণতন্ত্রের সোপান। তাই নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে জুলাই সনদের আইনি ভিত্তি অপরিহার্য।

তিনি আরো বলেন, এ দেশে যারা দীর্ঘদিন ধরে গণতন্ত্র হত্যা করেছে, ভোটের অধিকার হরণ করেছে, বিরোধীদের উপর দমন-পীড়ন চালিয়েছে, সেই একই গোষ্ঠী এখন আবার নির্বাচনের নামে নতুন ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের জবাব জনগণ রাজপথে দেবে। জামায়াতে ইসলামী জনগণের শক্তিতে বিশ্বাস করে, আমাদের দাবি ন্যায্য, আমাদের পথ শান্তিপূর্ণ — কিন্তু লক্ষ্য অনড় ইনসাফ ও জনগণের শাসন প্রতিষ্ঠা।

বক্তারা ৫ দফা তথা জুলাই সনদ, পিআর সিস্টেম, লুটেরা-খুনিদের দৃশ্যমান বিচার, ফ্যাসিস্টের দোসর জাপাসহ চৌদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ করেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে বলে জোর দাবি জানান।

সমাবেশে চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস ও নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জামে মসজিদ থেকে কাজীর দেউড়ি মোড় হয়ে জামাল খানে এসে চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলামের বক্তব্যের মাধ্যমে গণমিছিল শেষ হয়।পূ

মন্তব্য করুন