
অনলাইন ডেস্ক :
আজ ৬ ডিসেম্বর ২০২৩ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহ এর উপস্থিতিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল এর মধ্যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক সদ্যসাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারী। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ‘চট্টগ্রাম বন্দরের নবনির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এর পরিচালনা বিষয়ক চুক্তিপত্র’ স্বাক্ষর উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তৃতা করেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল এবং রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল এর প্রধান নির্বাহী কর্মকর্তা জেন্স ও ফ্লো (jens o. floe) ২২ বছর মেয়াদী উক্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন।