চট্টগ্রাম নগরীর জ‌মিয়তুল ফালাহ মস‌জিদ এলাকায় অ‌গ্নিকাণ্ড

খবর ডেস্ক:
চট্টগ্রাম নগরী‌র ওয়াসা ও আলমাস সি‌নেমা হল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে।

বৃহস্প‌তিবার (৭ মার্চ) রা‌তে জমিয়তুল ফালাহ মস‌জিদ সংলগ্ন ম্যাক্স কনস্ট্রাকশ‌নের সাই‌টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাক্সের বাউন্ডারি দেওয়ালের ভিত‌রে আগু‌নের খুবই তিব্রতা দেখা যা‌চ্ছে

ফায়ার সা‌র্ভিস সূ‌ত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি যাচ্ছে। তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর বা সূত্রপাত পাওয়া যায়নি।

মন্তব্য করুন