
খবর ডেস্ক: সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য মনোনীত হয়েছেন আলহাজ্ব শামসুল হক (অ্যাশ) ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক বিবৃতিতে তাঁকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।
চট্টগ্রাম জেলা ভোক্তা অধিকার কমিটির সদস্য করায় প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন চট্টগ্রাম জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানান। ভোক্তার অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব পালনের জন্য মহান আল্লাহ যাতে সর্বোচ্চ তৌফিক দান করেন সেজন্য কায়মনোবাক্যে দোয়া করেন।
তিনি বলেন, সরেজমিনে দেখেছি, নিবেদিতপ্রাণ কর্মবীর বর্তমান চট্টগ্রাম জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ তারুণ্যে ভরপুর চট্টগ্রাম জেলা প্রশাসনের এক ঝাঁক কর্মকর্তা ভোক্তাগণের অধিকার রক্ষায় মাঠে-ময়দানে নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছেন, সকলকে তিনি অন্তর থেকে ধন্যবাদ জানান।
প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন আরও বলেন, এ কর্মসূচি উত্তরোত্তর বিস্তারে, ভোক্তার অধিকার রক্ষায় চলমান কার্যক্রমের পাশাপাশি সিন্ডিকেট চিহ্নিতকরণ ও ভেঙে দেয়াসহ আরো ব্যাপক কর্মসূচি ও সচেতনতা প্রয়োজন। সকল ভুক্তভোগী ভোক্তাগণ নিশ্চয়ই ভালো বলতে পারবেন ও গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন।
“দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমরাও বিবিধ পরিকল্পনা চিন্তা করছি, ভোক্তা অধিকার রক্ষায় আপনিও আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। সংশ্লিষ্ট প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে দিতে চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ!