চট্টগ্রাম চসিক প্রধান প্রকৌশলীকে বরিশালে বদলি

খবর ডেস্ক :
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে বরিশাল সিটি করপোরেশনে বদলি করা হয়েছে। মঙ্গলবার বদলির অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, চসিক সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে বরিশাল সিটি করপোরেশনে বদলি করা হলো। তাকে ২২ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে, না হলে ২৩ নভেম্বর থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
বদলির সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা না হলেও অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ অফিস আদেশ জারি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন