
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে লোহাগড়ার চুনতি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাতজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটির চালক দুর্ঘটনার আগে বেশ কয়েকবার নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে বাসটি মাইক্রোবাসের সঙ্গে সজোরে ধাক্কা খায়, যার ফলে ঘটনাস্থলেই সাতজন মারা যান। স্থানীয়রা অভিযোগ করেছেন, লবণবাহী ট্রাক থেকে পড়ে থাকা পানির কারণে সড়কটি প্রায়ই পিচ্ছিল হয়ে থাকে, যা দুর্ঘটনার অন্যতম কারণ।
এর আগে, ঈদের দিন সোমবার একই স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫’জন নিহত হন। এছাড়া, মঙ্গলবার একই এলাকায় দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮’জন আহত হন। এক সপ্তাহের মধ্যে একাধিক দুর্ঘটনা ঘটায় স্থানীয়রা সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বারবার দুর্ঘটনা ঘটায় সড়কটির অবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কের নিয়মিত পর্যবেক্ষণ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এমন দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়।ই