ডেস্ক : নগরীর হালিশহর থানাধীন ডগির খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জব্দ করা ৪ কোটি ১৫ লাখ ১৩ হাজার টাকার দেশী–বিদেশী মদ ধ্বংস করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল ১৮ মে, ১জন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব মদ ধ্বংস করা হয় বলে কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ডের বেইস চট্টগ্রামে রাখা ১ হাজার ৫৬ ক্যান হেইনকেন অরিজিনাল বিয়ার এবং ২০ লিটার টুইন ভ্যালি অলিভ অয়েলসহ ১ হাজার ১৫১ বোতল বিদেশি মদ ধ্বংস করা হয়েছে। কোস্ট গার্ড গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক টহল পরিচালনার মাধ্যমে গত ফেব্রুয়ারি থেকে চার মাসে এ জোনের তত্ত্বাবধানে আনুমানিক ১১১ কোটি ৬ লাখ ৪১ হাজার টাকার ২২ লাখ ১৫ হাজার ৭৪৪ পিস ইয়াবা, ১ হাজার ১৫১ বোতল বিদেশি মদ, ১ হাজার ১৪৩ ক্যান বিয়ার, ৮৬ বোতল হুইস্কি, ৭১ বোতল ভোদকা, ৫০ লিটার বাংলা মদ, ২০ লিটার টুইন ভ্যালি অলিভ অয়েল, ৬৬ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ৭৮ জন মাদক কারবারি–পাচারকারী এবং ১৪টি দেশি আগ্নেয়াস্ত্র, ২৪টি দেশি অস্ত্র, ২৩ রাউন্ড তাজা গুলি, ৯ রাউন্ড ফাঁকা গুলিসহ ৮ জন সন্ত্রাসী ও ডাকাতকে আটক করা হয়েছে। অপরদিকে সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোস্ট গার্ড পূর্ব জোন বিশেষ অভিযান চালিয়ে ৩০০ কেজি জাটকা, ৭ দশমিক ৫ টন সামুদ্রিক মাছ জব্দ করাসহ বহির্নোঙর থেকে শুল্ক–কর ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশের অভ্যন্তরে পাচারকালে আনুমানিক ৫০ লাখ টাকার ৪ মেট্রিকটন জ্বালানি তেল, ৭ দশমিক ৮ মেট্রিক টন ভোজ্যতেল, ৯৯৫ লিটার পেইন্টসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং থাইল্যান্ডে প্রস্তুতকৃত বিক্রয় নিষিদ্ধ ২০০ বস্তা (দশ হাজার কেজি) লম্বা দানার থাই সাদা চাল জব্দ করা হয়েছে। এ ছাড়াও, অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে আনুমানিক ৩০ লাখ টাকার ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, ১ হাজার ৩৪২ বস্তা ইউরিয়া সার, বিপুল পরিমাণ ইলেকট্রনিকস ও তৈরি পোশাক সামগ্রী জব্দ করা হয়েছে।আ