চট্টগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, পুলিশের জালে ২ বখাটে

খবর ডেস্ক :
প্রাইভেট পড়তে যাতায়াতের পথে টাকার লোভ দেখিয়ে নয় বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ মোবারক (৩০) ও মোঃ মিরাজ (৩৬) নামে দুই বখাটেকে আটক করেছে বন্দর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ভিকটিমের দেওয়া তথ্যমতে অভিযুক্ত দুইজনকে নগরীর সল্টগোলা ক্রসিং মসজিদ মার্কেট থেকে আটক করে থানা পুলিশ।

অভিযুক্তরা হলেন, ফেনী জেলার দাগনভূইয়া এলাকার লাতু মিয়ার মাজার বাড়ির রামচন্দ্রপুরের মৃত রাজ্জাকের ছেলে মোঃ মোবারক এবং ভোলা জেলার সদর থানাধীন রজব আলী সরদার বাড়ির গুইংগারহাট বাজারের উত্তর দীঘলতী এলাকার শাহজাহান সরদার ছেলে মোঃ মিরাজ

আটকের পর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ধর্ষণ চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ভিকটিমের মা।
বন্দর থানার ওসি সনজয় কুমার সিংহ দৈনিক আজাদীকে বলেন, আটকের পর অভিযুক্তরা ঘটনা স্বীকার করেছে। ভিকটিমের মা একটি ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছেন। আমরা আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
এজহার সূত্রে জানা যায়, ঘটনাটি নগরীর সল্টগোলা ক্রসিং মসজিদ মার্কেটে এলাকার। নয় বছরের মেয়েটি তার মা-বাবা ও এক বোনকে নিয়ে থাকতেন ঘটনাস্থলের আজিজ কোম্পানির ভাড়াঘরে।
অভিযুক্ত মোঃ মোবারক ভিকটিমের এলাকার চায়ের দোকানদার আর মোঃ মিরাজ ভিকটিমের একই এলাকার বাসিন্দা। অভিযুক্তরা ভিকটিমের বাবার পরিচিত ছিল। ভিকটিম সন্ধ্যায় প্রাইভেট পড়তো বাসার একটু দূরে বেগমজান স্কুলে পাশের এক টিচারের কাছে।

গত কয়েকদিন প্রাইভেট শেষে বাসায় ফিরলেও ভিকটিমের মন খারাপ দেখা যায়, আর হাতে কিছু টাকা দেখতে পায় ভিকটিমের মা। পরে মেয়ের কাছে মর খারাপ আর টাকা কোথায় পেয়েছে জানতে চাইলে ভিকটিম প্রথমে কিছু বলতে না চাইলেও পরে সব ঘটনা খুলে বলে।
পরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের সনাক্ত করেন ভিকটিম নিজেই। তখন স্থানীয় জনতা তাদেক আটক করে থানা পুলিশকে খবর দিলে বন্দর থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেন ভিকটিমের মা।

মন্তব্য করুন