
খবর ডেস্ক: চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিআরটিএ চট্টগ্রাম, জেলা প্রশাসন এবং সওজ চট্টগ্রামের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
সকালে নগরীর ইস্পাহানি মোড় থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে চট্টগ্রাম সার্কিট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সম্প্রতি ব্যাপকহারে মোটরসাইকেল দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
এসময় চট্টগ্রাম জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৯ জনের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৩৯ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার, চট্টগ্রাম জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহদ্দীন চৌধুরী, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আবছা রহিম প্রমুখ।
আলোচনা সভা পরবর্তী নগরীর জিইসি মোড়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক একটি রোড ক্যাম্পেইনের মাধ্যমে পথচারী, চালক ও যাত্রীদের মাঝে লিফলেট, স্টিকার ও ব্রোশিয়ার বিতরণ করা হয়।বা