
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি সুমন জলদাস (৪০)কে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার সুমন জলদাস বাঁশখালী উপজেলার মৃত সুকুমার দাসের ছেলে।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় পটিয়া উপজেলা ধলঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সুমন জলদাসকে পটিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।