চট্টগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী বেলাল গ্রেফতার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে অস্ত্রসহ মোঃ বেলাল হোসেন (৩৫) নামে ১জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবুল আজাদ।

গ্রেপ্তারকৃত মোঃ বেলাল হোসেন ফেনী ছাগলনাইয়া এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে। এ-সময় তার একটি ব্যাগ থেকে ২টি দেশীয় তৈরি দো-নলা বন্দুক আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবুল আজাদ বলেন, অস্ত্রসহ ১জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন