চট্টগ্রামের ১৬ আসনে বিএনপির অর্ধডজন নারী প্রার্থী

খবর ডেস্ক : জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, ফাতেমা বাদশা, ব্যারিস্টার শাকিলা ফারজানা, মনোয়ারা বেগম মনি ও মেহেরুন নেছা নার্গিস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন অর্ধডজন নারী। তাদের অভিমত, বিএনপির মনোনয়ন পেলে তারা নির্বাচিত হয়ে সংসদে নেতৃত্ব দিতে সক্ষম। যদি কোনো কারণে তারা মনোনয়ন না পান, তাহলে সংরক্ষিত আসনের জন্য জোরালো চেষ্টা করবেন বলে জানান তারা।

চট্টগ্রামে বিএনপির সম্ভাব্য নারী প্রার্থীরা হলেন- কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সভাপতি মেহেরুন নেছা নার্গিস, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাঈম রিকু, মহানগর সভাপতি মনোয়ারা বেগম মনি এবং ব্যারিস্টার শাকিলা ফারজানা। মহানগরের সাধারণ সম্পাদক জেলি চৌধুরীও একসময়ে মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন। তবে বর্তমানে তিনি আমেরিকায় অবস্থান করছেন।

জানতে চাইলে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি বলেন, ‘পুরুষশাসিত সমাজে নারীরা নিষ্পেষিত। আমরা নারীরা জীবন দেব, রক্ত দেব, ঘাম ঝরাব। কিন্তু মনোনয়ন পাবে ওদের পরিবার। এটা হতে পারে না।

চট্টগ্রাম-৯ আসনে মনোনয়ন চাইবেন উল্লেখ করে তিনি বলেন, ‘যদি কোনো কারণে মনোনয়ন না পান, তাহলে সংরক্ষিত আসনের জন্য লড়াই করবেন।

চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সভাপতি মেহেরুন নেছা নারগিস খবরের কাগজকে বলেন, ‘আমি সীতাকুণ্ড উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমিনুর রহমান ভূঁইয়ার মেয়ে। ১৯৮২ সাল থেকেই রাজনীতিতে সক্রিয়। ৯৪ সালে জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ওই সময়ের পর থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছি। ২০২১ সালে উত্তর জেলা মহিলা দলের সভাপতির দায়িত্ব নিই। বর্তমানে সীতাকুণ্ড আসনে কাজ করছি। দল যদি মনোনয়ন দেয় তাহলে জিতে আসা সম্ভব। তবে দল যাকে মনোনয়ন দেবে তার সঙ্গেই কাজ করব।

চট্টগ্রাম মহানগর মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা বলেন, ‘নির্বাচনি আমেজ শুরু হয়েছে। ধরতে গেলে ১৭ বছর পর আমাদের নতুন করে প্রচার চালাতে হচ্ছে। কারণ ওই সময়টায় আমরা দুজন একসঙ্গে বসে কথাও বলতে পারিনি। কোন আসনে কাকে মনোনয়ন দেওয়া হবে তার জন্য আমরা কেন্দ্রের দিকে তাকিয়ে আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অতিদ্রুত আসনভিত্তিক প্রার্থী ঘোষণা করলে আমরা আগের মতো চাঙা হব।

কোন আসনে মনোনয়ন চাইবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চাইব।

চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জান্নাতুল নাঈম রিকু জানান, সাতকানিয়া লোহাগাড়া আসন নিয়ে তিনি কাজ করছেন। অতীতেও এমপি পদে মনোনয়ন চেয়েছিলেন। এবারও চাইছেন।

প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেছি। তৃণমূল থেকে কেন্দ্র সব জায়গায় যোগাযোগ আছে। আমরা মাঠের রাজনীতি করি। সাতকানিয়া লোহাগাড়া আসনের প্রতিটি ওয়ার্ডে আমরা যোগাযোগ রেখেছি। আন্দোলন-সংগ্রামে আমরা নারীরা মিছিলের আগে থাকি। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্তরিক। নির্বাচনে ৩৩ শতাংশ নারী প্রার্থী দেওয়া হোক। আমরা সেটাই চাই। আমরা মিছিলের অগ্রভাগে থাকতে পারলে সংসদেও নেতৃত্ব দিতে পারব।

চট্টগ্রামের কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, ‘২০০৯ সাল থেকে রাজনীতিতে সক্রিয় আছি। ছোটকাল থেকেই বাবার রাজনীতি দেখেছি। মাঠে কাজ করেই রাজনীতিতে টিকে আছি। ২০১৫ সালে জঙ্গি ট্যাগ নিয়ে জেল খাটা, ছয় বছর নির্বাসনে থাকা- এসব তো রাজনীতির কারণেই হয়েছে। হাটহাজারীর প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করছি। সাংগঠনিকভাবে এলাকা গোছানো আছে। এবারের নির্বাচনে জনগণের মতামত প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি। দল যাকে মনোনয়ন দেবে, তিনিই দল থেকে নির্বাচন করবেন।

মন্তব্য করুন