নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় হামলায় ৭জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদেরমধ্যে ৩জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
১৬ আগস্ট শুক্রবার, বিকালে উপজেলার ছদাহা হাসমতের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার জন্য ছদাহা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম উদ্দিনকে দায়ী করেছেন স্থানীয়রা।
আহতরা হলেন— মোঃ জয়নাল আবেদীন (৩৫), আনোয়ার আলম (৪০), মিকদাদ হোসেন জায়েদ (২২), মোহাম্মদ লিয়াকত (৪২), মোঃ তৈয়ব (৪০), এরফান (২৭) ও মোঃ ইলিয়াস (৫০)। এদেরমধ্যে গুরুতর ৩জনেক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার বিষয়টি নিশ্চিত করে ছদাহা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মুহাম্মদ আইয়ুব সাংবাদিকদের বলেন, ‘শুক্রবার বিকালে কেরানীহাটের উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির উদ্যােগে আয়োজিত গণমিছিলের অংশ নেয়ার জন্য ছদাহার ছমদিয়া পুকুর বাজার এলাকা থেকে ইউপি সদস্য নাজিম উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল হাসমতের দোকান এলাকায় পৌঁছালে ওই ইউপি সদস্যের নেতৃত্বে কয়েকজন লোক লাঠিসোটা নিয়ে ওই এলাকার সাধারণ মানুষের উপর অতর্কিত হামলা করে, এতে ৭জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখান থেকে ৩জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য নাজিম উদ্দিনের মুঠোফোনে (০১৮৭০-৮২৮৫৪৮) যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে এখনও খবর পাইনি, আমার জানা নেই।ই