চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা কামাল নেতাকর্মীদের পালাতে অনুরুদ

সোস্যাল মিডিয়া ডেস্ক : ফেসবুকে এসে অশ্লীল ভাষায় শীর্ষ নেতাদের গালিগালাজ করে তৃণমূল নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পিপি মো. কামাল উদ্দিন। গতকাল ৩ মে, শনিবার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ১ ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। কামাল সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া গ্রামের ৮নং ওয়ার্ডের ফজল করিমের ছেলে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সহ-সম্পাদক।

ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে, বড় বড় নেতারা আওয়ামী লীগের আমলে জামায়াত-শিবিরের সাথে দালালি করেছে। এখন তারা পালিয়েছে। এসব বলে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অশ্লীল, কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তিনি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের পালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি নিজেও পালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। এখানে কেউ ‘নিরাপদ’ নয়।

এ সময় তাকে বলতে শোনা গেছে, যেখানে তোদের বাবা-মা পালিয়েছে, শেখ হাসিনা পালিয়েছেন, শেখ পরিবার পালিয়েছে, ৩০০ এমপি পালিয়েছেন সেখানে তোমরা কেন রয়ে গেছো। সবাই পালিয়ে যাও। আমার ভুলত্রুটি মাফ করে দাও।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতার ভিডিও বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। ২ ঘণ্টায় এটি শেয়ার দিয়েছেন ৩২৯ জন। ১৪১ জন এতে মন্তব্য করেছেন। দুই মিনিটেরও কম সময়ের এই ভিডিও দুই ঘণ্টায় দেখেছেন ১৬ হাজারের অধিক ফেসবুক ইউজার।

এর আগে ২০২২ সালের ১০ই জানুয়ারি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত মোছলেম উদ্দিন আহমদ এমপি’র বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে এডভোকেট মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসেইন কবির। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি গ্রহণ করে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোকে প্রতিবেদন দিতে বলেছিলেন। পিবিআই ২০২২ সালের ২৪শে জুলাই ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করলে কামাল হাইকোর্ট থেকে জামিন নেন।

মন্তব্য করুন