
নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে মোহাম্মদ তৌহিদ উল্লাহ (২৫) নামে ১ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে ১টি দেশীয় বন্দুক ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার সাহারবিল ইউনিয়নের ওমখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তৌহিদ উল্লাহ একই এলাকার জসিম উদ্দিনের ছেলে।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেপ্তার তৌহিদ ১জন ‘আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য’ এবং রামপুর চিংড়িজোনে শেকাব উদ্দিন হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করা হবে।
তিনি আরও বলেন, তৌহিদের স্বীকারোক্তি অনুযায়ী পরে তার বাড়ি থেকে বন্দুক ও কার্তুজগুলো উদ্ধার করা হয়।পূ