নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর চকবাজারে একটি বহুতল ভবন থেকে একটি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৭। ধারণা করা হচ্ছে, পুলিশের কোনো থানা থেকে হারিয়ে যাওয়া পিস্তল এটি।
সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতের দিকে অভিযান চালিয়ে হাতেনাতে আগ্নেয়াস্ত্রসহ আসামিকে আটক করে র্যাব-৭।
আটক আসামি ফটিকছড়ি থানার মৃত জাহিদুল হকের পুত্র নাজিম উদ্দিন (৪৭)।
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানা এলাকায় একটি বহুতল ভবনের নিচ থেকে নাজিম উদ্দিন নামের ১জনকে জিজ্ঞাসাবাদের পর দেহ তল্লাশি করে অবৈধ অস্ত্র ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের থানায় হস্তান্তর করা হয়েছে।আ