নিজস্ব প্রতিনিধি: লাইসেন্স না থাকা, কর্মচারীদের ইউনিফর্ম না থাকা, কাচে ঘেরা আবদ্ধ স্থানে রাখা মিষ্টান্নে মাছির আনাগোনাসহ নানা অনিয়মের দায়ে নগরীর চকবাজারের তিনটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গত ২৫জুন, সদর সার্কেলের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, অভিযানে হোটেল আরাবিয়া দরবারকে নিবন্ধন লাইসেন্স না থাকায় হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেবার চার্ট না থাকা, কর্মচারীদের ইউনিফর্ম না থাকা এবং অভিযোগবঙ না থাকার দায়ে হোটেল ফোরস্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কাঁচে ঘেরা আবদ্ধ স্থানে রাখা মিষ্টান্নে মাছির আনাগোনা থাকায় গাউছিয়া প্রিমিয়াম সুইটস এন্ড বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।আ