গভীর রাতে পল্লবী থানায় ঢুকে ওসিসহ ৩ পুলিশকে কিল-ঘুসির ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্লবী থানায় গভীর রাতে এক তরুণের এলোপাতাড়ি কিল-ঘুসিতে ওসিসহ তিনজন আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের ওপরে হামলার ঘটনায় আব্দুর রাজ্জাক ফাহিম নামে তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, আব্দুর রাজ্জাক ফাহিমের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। ফাহিম গাজীপুরের জয়দেবপুর এলাকার বাসিন্দা। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। সোমবার দিবাগত রাতে তিনি থানায় প্রবেশ করে পুলিশকে বলতে থাকেন, আপনাদের এলাকায় মার্ডার হয়েছে। আপনারা কী করেন? পরে ডিউটি অফিসার ও সেকেন্ড অফিসারের কাছে ওসি জানতে চান পল্লবী এলাকায় কোনো মার্ডার হয়েছে কি না। পরে এমন কোনো ঘটনা না থাকায় ফাহিমের হাত ধরে ওসি তার কক্ষে যেতে বলেন।

ওসি বলেন, ফাহিমের হাত ধরে আমি বলি, আমার রুমে আসেন। এমন সময় তিনি হঠাৎ ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করেন। সঙ্গে সেখানে উপস্থিত থাকা ডিউটি অফিসার ও সেকেন্ড অফিসারের ওপরও হামলা করেন। মনে হয় তার মানসিক সমস্যা আছে। তার পরিবারের সঙ্গে কথা হয়েছে। পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধার কারণ- দেখিয়ে তার নামে একটি মামলা করা হয়েছে। তবে ফাহিম থানায় প্রবেশ করেন রাত দেড়টার দিকে।

তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, আটকের পর ওই তরুণ জানায়, তারা কয়েকজন গাজীপুর থেকে একটি মাইক্রোবাস দিয়ে এই থানা এলাকায় ঘুরতে এসেছে। মাইক্রোবাসসহ ৩জন থানার বাইরে আছে। পরে পুলিশ থানার বাইরে গিয়ে মাইক্রোবাসে থাকা ৩জনকে থানার ভেতরে নেয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।ই

মন্তব্য করুন