
খবর ডেস্ক :
চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন পুরাতন রেল স্টেশন এলাকার আবাসিক গণি হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- হাসান, মেহেদী হাসান কামরুল, আবির হোসেন হৃদয়, রাব্বি, সাদিয়া বেগম, সুইটি আক্তার, রিমি আক্তার ও রিয়া আক্তার সুমি।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টায় উক্ত গণি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন। তিনি জানান, গতকাল রাত ১০টায় পুরাতন রেল স্টেশন এলাকায় গণি হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৮ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়।