
অনলাইন ডেস্ক : গণঅভ্যুত্থানের পরও দেশে দখল ও চাঁদাবাজি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ে শেরে বাংলা মোড়ে এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, আমরা আর আওয়ামী জামানার ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যেতে চাই না। সময় এসেছে, এবার যদি পরিবর্তন করতে না পারেন, পরে আফসোস করবেন। আমি বলবো না যে, আমার দলের লোককে ভোট দেন। যারা ভালো, তাদের আপনারা ভোট দিয়ে সংসদে পাঠাবেন।
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদের রাজনৈতিক ক্যারিয়ারে দুর্নীতি, লুটপাট ও দখলের অভিযোগ নেই। এজন্য তারুণ্যের প্ল্যাটফর্ম হিসেবে এই তরুণদের বিশ্বাস করতে পারেন। সুযোগ দিয়ে দেখতে পারেন। সুযোগ পেলে আমরা দেশকে বদলে দিতে চাই, আমরা আমৃত্যু চেষ্টা চালিয়ে যাবো।
ভিপি নুর বলেন, আমরা বুকের রক্ত দিয়ে দেশ থেকে চাঁদাবাজদের হটিয়েছি, দখলদারদের আমরা জীবন দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছি। এখন কি দখল আর চাঁদাবাজি বন্ধ হয়েছে? এখন চাঁদাবাজ দখলদার কারা? আমরা একটা পরিবর্তনের রাজনীতির কথা বলি।
রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের স্বভাব-চরিত্র যদি আওয়ামী লীগের মতো হয়, ভোট কিন্তু হয়নি, সামনে আছে। জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দেবে।
ভারতের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, তারা বাংলাদেশ দখলের কথা বলে। বাংলাদেশ দখল করা সহজ নয়। আপনাদের একদিক থেকে চীন গুঁতা দেয়, একদিক থেকে পাকিস্তান দেয়। চীন-পাকিস্তান সামলাতে আপনাদের জান শেষ। আপনারা বাংলাদেশের সঙ্গে লাগতে আইসেন না। তিনদিক থেকে গুঁতা শুরু হলে আপনারা টিকতে পাবেন না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহাফুজার রহমান। এতে কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব, গণঅধিকার পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ, গণসংহতি আন্দোলনের পঞ্চগড়ের আহ্বায়ক সাজেদার রহমান সাজু, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বিসহ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।ই