নিজস্ব প্রতিনিধি : নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। ১ অক্টোবর, মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের খুলশী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ-উল-আলম জানান, চট্টগ্রাম মহানগরের খুলশী থানাধীন আব্দুল মালেক লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে নোয়াখালীতে হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।আ