
নিজস্ব প্রতিনিধি : ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেপ্তার করেছে র্যাব৷ মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব
মঙ্গলবার (১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান।
তিনি বলেন, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেপ্তার করেছে র্যাব৷ মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ই