
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের পলোগ্রাউন্ডে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাহফিল উদ্বোধন করেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীরসাহেব চরমোনাই। এ সময় তিনি বলেন, মানুষ যত গুনাহ থেকে বেঁচে থাকবে তার কলব (আত্মা) তত ঠিক থাকবে, আর যার কলব (আত্মা) ঠিক থাকবে সে সমাজের অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবে। আর কলব নষ্ট হয়ে গেলে তার দ্বারা সব অপকর্ম সম্ভব।
তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুন্দর একটি বাংলাদেশ দেখার প্রত্যাশা করছে দেশবাসী। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মেনে খুনি হাসিনা সরকার নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যাকা- চালিয়েছে। এই বর্বর হত্যাকা- দেখে আমরা ঘরে বসে থাকতে পারিনি। জীবনের ঝুঁকি নিয়ে সর্বস্তরের মানুষের সাথে আন্দোলনে অংশ নিয়েছি।
তিনি বলেন, খুনি হাসিনাসহ সকল হত্যাকারী, বিদেশে অর্থপাচারকারী, দুর্নীতিবাজদের বিচার করতে হবে। পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে বাজেয়াপ্ত করতে হবে। বিগত জালেম সরকারের নির্বাচন কমিশনে জড়িতদের বিচার করে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। দেশের সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা দেয়া ঈমানী দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলার ব্যবস্থাপনায় চরমোনাই মাহফিলের নমুনায় তিন দিনব্যাপী বিশাল ওয়াজ মাহফিলের প্রথম দিনে বিপুল মানুষের সমাগম হয়।
৩ দিনের এ মাহফিলে উপস্থিত থাকবেন মুজাহিদ কমিটির নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লমা খলিল আহমদ কাসেমী, পটিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা আবু তাহের নদভী, জামিয়াতুন নুরের মহাপরিচালক আল্লামা ওবাইদুল্লাহ হামযাহ, খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী কুয়াকাটা, মাওলানা হেদায়াতুল্লাহ আজাদী, তরুণ মুফাচ্ছির মুফতী রেজাউল করীম আবরার, নওমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজি।
৫ জানুয়ারি বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।ই