
নিজস্ব প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। এতে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, মানিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদন, মাটিরাঙা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেমসহ ৩’শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার মানিকছড়ির ইউনিয়নের বাসিন্দা মীর হোসেন বাদী মানিকছড়ি থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, ২০২২ সালের ১৫ ডিসেম্বর মানিকছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। মোট ৩৩৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।
সাবেক প্রতিমন্ত্রী ছাড়াও মামলায় মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাঈনউদ্দিন, খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ ১৮৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১৫০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।যু