কেরানীহাঠ বাজারের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—ডাস্টবিন স্থাপন, ব্যাটারি চালিত ভ্যানগাড়ি, ময়লা পরিষ্কারের সরঞ্জামাদি (ঝাড়ু, বেলচা, বালতি) প্রদান, চত্বরের আলোক সজ্জা, ট্রাফিক ভলান্টিয়ার নিয়োগ এবং তাদের প্রয়োজনীয় পোশাক, বাঁশি, লাঠি সরবরাহ। এসব সরঞ্জাম কেরানীহাঠ ব্যবসায়ী সমিতিকে হস্তান্তর এবং বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে।
এতে আরো নালা পরিষ্কার ও যাবতীয় ময়লা-আবর্জনা সংগ্রহের জন্য ব্যবসায়ী সমিতি ও ইউনিয়ন পরিষদকে লোক নিয়োগের নির্দেশনা প্রদান করা হয়েছে।
পাশাপাশি, কেরানীহাটে একটি বাস টার্মিনাল, ওয়াসব্লক, প্রয়োজনীয় নালা এবং বাজারে শেড নির্মাণসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এসব রক্ষণাবেক্ষণ ও তদারকির দায়িত্ব শুধুমাত্র উপজেলা প্রশাসন বা ব্যবসায়ী সমিতির নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, ট্রাফিক আইন মেনে চলতে হবে, ফুটপাতে হকারদের নিয়ন্ত্রণে সবাইকে একসাথে কাজ করতে হবে। পাশাপাশি নালায় ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে।
এ উদ্যােগে আমরা কেরানীহাটকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে পারবো।