প্রতিবেদক, মীরজাদা সোহেল: স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট এসএসিপি, বিপণন অংগ, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি মন্ত্রনালয় সম্মিলিতভাবে দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি গঠন লক্ষ্যে ৫ দিনের কর্মসূচির আওতায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে আসতছে এযাবৎ। এই কর্মসূচীর আওয়াতায় চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা, ফটিকছড়ি উপজেলার প্রায় ৫০ জন উদ্যোগক্তা প্রশিক্ষণার্থী কে গ্রীন লীফ ফার্মা এবং মশলা ঘর এর সহায়তায় গ্রীন লীফ ফার্মা সম্মেলন কক্ষে ১৫/৮/২০২৫ হতে ২০/৮/২০২৫ তারিখ পর্যন্ত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।জনাব এম এফ ফাহাদ- ট্রেনিং পরিচালক এবং প্রধান ট্রেনার এর সার্বিক তত্বাবধানে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্পের জান্নাতুল নাঈম-সিনিয়র ট্রেনার,ফরহাদউদ্দীন-সহকারীট্রেনার, রুমাআকতার-সহকারী ট্রেনার, সুলতানা ইয়াছমিন লিপি-সহকারী ট্রেনার, আসমা-সহযোগী ট্রেনার, নার্গিস আক্তার-সহযোগী ট্রেনার প্রমূখ।
প্রশিক্ষণ শেষে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের প্রয়োজনীয় উপকরণ সামগ্রী এবং দক্ষতা সনদপত্র বিতরণ করা হয় স্মলহোল্ডার উদ্যোগক্তা প্রশিক্ষণার্থীদের মাঝে।