কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিনয় থেকে বাদ অঞ্জনা

অনলাইন ডেস্ক : পশ্চিম বাংলার অভিনেত্রী অঞ্জনা বসু। সাধারণত দাপুটে ও গম্ভীর চরিত্রেই দেখা মেলে তার। ছোট পর্দার সাথে সাথে বড় পর্দাতেও ব্যক্তিত্বময়ী চরিত্রে কাজ করেছেন তিনি। অবশেষে এই অভিনেত্রীকেও অন্য সবার মতো হেনস্তার শিকার হতে হয়েছে। এমনকি রাত কাটানোর মতো কুপ্রস্তাব দেওয়া হয়েছে তাকে।

সম্প্রতি বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রকাশ্যে আনেন অঞ্জনা। অতীতের একটি ঘটনা টেনে অভিনেত্রী বলেন, ‘রামকৃষ্ণ ও সারদা সিরিয়ালে যখন সুযোগ পাই, কাজ পাকা হওয়ার পর ওই ধারাবাহিকের এক্সিকিউটিভ প্রযোজক আমাকে ফোন করেছিলেন। বলেছিলেন তার সঙ্গে রাত না কাটালে আমি নাকি সেই ধারাবাহিক থেকে বাদ পড়ব।’সেসময় অঞ্জনা স্পষ্ট জানিয়ে দেন, তিনি তা পারবেন না। প্রয়োজনে তারা তাকে বাদ দিতে পারেন।

অঞ্জনার ভাষ্যে, ‘ওকে ফোনে জবাব দেওয়ার পর ছেলেকে জড়িয়ে ধরে কান্না করি। ওই লোকটার ভয়ে গ্রিনরুমে সারাক্ষণ দরজা বন্ধ করে থাকতাম। ওর কোনো কাজ আমি করিনি। তবে কারও সঙ্গে রাত না কাটিয়ে যে টালিউডে কাজ করা যায় সেটা বোঝাতে ওর একটি বিজ্ঞাপনে দ্বিগুণ টাকা নিয়ে কাজ করেছিলাম।

অঞ্জনা সবশেষে জানান, সেই বিজ্ঞাপনের পারিশ্রমিক তিনি পুরো শরীরে বিছিয়ে ঘুমিয়েছিলেন সেই স্মৃতি ভুলতে। তবে শুধু এই ঘটনাই নয়। এর আরও এক নামী পরিচালকের থেকেও এমন কুপ্রস্তাব পেয়েছিলেন তিনি।ই

মন্তব্য করুন