কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় ভগ্নিপতির যাবজ্জীবন

অনলাইন ডেস্ক: কিশোরী শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে ভগ্নিপতিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডিত আসামি আদালতে উপস্থিত ছিল।

দন্ডিত মোকলেছুর রহমান সাতক্ষীরার বাইশদা গ্রামের মাকফুর সরদারের ছেলে।

মামলার বরাতে বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ২০১৬ সালের ১৫ জুন বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রাম থেকে স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়া কিশোরী (১৪) শ্যালিকাকে অপহরন করে। পরে কিশোরীকে সাতক্ষীরা নিয়ে ১১ দিন আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ৩জনকে আসামি করে আদালতে মামলা করে।

আদালতের নির্দেশ বাবুগঞ্জ থানার এসআই আব্দুস সালাম তদন্ত করে একই বছরের ৮ নভেম্বর মোকলেছুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ৭ জনের স্বাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করেন। রায়ে কিশোরীকে অপহরনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও ধর্ষণের দায়ে একই দন্ড দেয়া হয়।
উভয় দন্ড একসাথে কার্যকর হবে। জরিমানার টাকা কিশোরীকে দেয়ার আদেশ দেওয়া হয়েছে।বা:প্র।

মন্তব্য করুন