‘কিছু রাজনৈতিক দল অধ্যাপক ইউনূসকে ঠিকঠাক কাজ করতে দিচ্ছে না’

জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুলাই ঐক্য চট্টগ্রাম নামে একটি সংগঠন। আজ ২৩ মে, শুক্রবার জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মিছিল শুরু করে চেরাগী পাহাড় হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জুলাই হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ৩৫টি সংগঠনের সমন্বয়ে ‘জুলাই ঐক্য’ নামের এই প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করে গত ৬ মে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন, যুগ্ম সদস্যসচিব রাশেদুল আলম প্রমুখ।

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ বলেন, জুলাই শহীদদের রক্তের বিনিময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্র সংস্কারের দায়িত্বে বসানো হয়েছে। কিন্তু কিছু রাজনৈতিক দল অধ্যাপক ইউনূসকে ঠিকঠাক কাজ করতে দিচ্ছে না।

জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান বলেন, দেশের বাইরে ও ভেতর থেকে একটি পক্ষ দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, যদি জুলাইকে ব্যর্থ করার চেষ্টা করা হয়, তাহলে আবার জুলাই হবে।

দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, ৩০ কর্মদিবসের মধ্যে আর মাত্র ২০ দিন বাকি। এ ২০ দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। যাঁরা আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল করে নির্বাচন করতে চাইছেন, তাঁদের সফল হতে দেওয়া হবে না।

আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।বা:প্র।

মন্তব্য করুন