কালীগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী বাদশা সোলাইমান আটক

নিজস্ব প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাঠালবাগান এলাকা থেকে ৪০ লাখ টাকা মুল্যের এক হাজার ১২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। গোপন সুত্রে খবর পেয়ে আজ বুধবার ভোরে এই বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যাবসায়ী বাদশা সোলায়মান কালীগঞ্জের কাঠালবাগান পাড়ার শাহাবুদ্দীনের ছেলে। বুধবার দুপুরে র‍্যাব এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মাদকের একটি বড় চালান দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য মজুদ করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জের কাঠালবাগান গ্রামে অভিযান চালায় র‌্যাব-৬। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও একটি গোডাউন থেকে উদ্ধার করা হয় এক হাজার ১২ বোতল ফেন্সিডিল, যার আনুমানিক মুল্য ৪০ লাখ টাকা। এ ঘটনায় র‍্যাব পক্ষ থেকে কালীগঞ্জ থানায় বুধবার দুপুরে মাদক আইনে মামলা করা হয়। আসামীকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।ই

মন্তব্য করুন