বক্তব্য রাখছেন রসুলাবাদ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাওলানা তাজুল ইসলাম চৌধুরী
নিজস্ব প্রতিনিধি : সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের অন্তর্গত কালিয়াইশ ইত্তিহাদুল আইয়িম্মাহ পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮/৯/২৪ ইং তারিখ রোজ শনিবার রসুলাবাদ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার হল মিলনায়তনে সকাল ১০ ঘটিকার সময় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, রসুলাবাদ মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক, গারাংগিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুলাবাদ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নেজাম উদ্দিন সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রসুলাবাদ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাওলানা তাজুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জজ কোট জামে মসজিদের খতিব, রসুলাবাদ মাদ্রাসার সাবেক ছাত্র হাফেজ মাওলানা মুজিবুল হক,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রসুলাবাদ মাদ্রাসার শিক্ষক বৃন্দ। প্রধান অতিথি কে রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।