কাবাডিতে নেপালকে শক্তি দেখাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। চতুর্থ ও শেষ ম্যাচটি ছিল স্রেফ আনুষ্ঠানিকতার। পল্টন ময়দানে শেষ ম্যাচে নেপাল হেরেছে ৪৫-২৭ পয়েন্টের ব্যবধানে।

গতকাল শুক্রবার পল্টন ময়দানে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নেমেছিল সফরকারী নেপাল।

তবে বাংলাদেশের কৌশলের সঙ্গে কুলিয়ে উঠতে পারছিল না হিমালয়ের দেশটি।
সিরিজের শেষ ম্যাচে ১০ মিনিটের মাথায় লোনাসহ চার পয়েন্ট পেয়ে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ম্যাচে ফিরতে চেষ্টা চালিয়ে যায় নেপাল। যে কারণে প্রথমার্ধে বাংলাদেশ চার পয়েন্টের বেশি ব্যবধান করতে পারেনি।

বাংলাদেশের ১৯ পয়েন্টের বিপরীতে নেপালের পয়েন্ট ছিল ১৫।
দ্বিতীয়ার্ধে তাই পয়েন্টে বাড়ানোর দিকে মনোযোগী হয় বাংলাদেশ। এ পর্যায়ে দুটি লোনা পেয়ে অনেক এগিয়ে যায় স্বাগতিকরা। যেই ব্যবধান আর কমাতে পারেনি সফরকারীরা।

১৮ পয়েন্টের ব্যবধানে নেপালকে হারিয়ে বিজয় উল্লাস করে বাংলাদেশের খেলোয়াড়রা।
ম্যাচ ও সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান। সেরা রেইডার নেপাল দলের অধিনায়ক রোকা মাগার। যৌথভাবে সেরা কেচার হয়েছেন বাংলাদেশ দলের রোমান ও নাসির।

ম্যাচ ও সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান।

ম্যাচ শেষে মিজান বলেন, ‘আমরা এশিয়ান গেমসের সবশেষ তিন আসর পদক ছাড়া ফিরছি। এর মূল কারণ হলো ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি। আমরা এক গেমসে থেকে আরেক গেমসে খেলতে যেতাম কোনো রকম আন্তর্জাতিক ম্যাচ না খেলে। আমরা জানি না অন্যরা কতটুকু এগিয়েছে। আমাদের অবস্থা বা কী রকম? তবে এই ধরনের ম্যাচ নিয়মিত আয়োজন করা গেলে আমাদের ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি যেমন কেটে যাবে, পাশাপাশি প্রতিপক্ষ সম্পর্কেও পরিষ্কার ধারণা পাব। বা:প্র।

মন্তব্য করুন