কলঙ্কিত পুরুষ জাতি

এম.কে.জাকির হোসাইন বিপ্লবী

হে পুরুষ তুমি আজও পারলে না
নারীর প্রতি হতে শ্রদ্ধাশীল,
পুরুষ জাতিকে করছো কলঙ্কিত
পশুর সাথে রয়েছে তোমার মিল।

পুরুষ তুমি ভুলে গিয়েছো,
নারী তোমার মা, নারী তোমার বোন
নারী তোমার ঘরের রমণী,
তুমি কেমন করে পারো পশুত্বের রূপে
নারীকে করতে কলংখিনী।

হে পুরুষ তুমি কিভাবে পারো
নারীকে করতে অসম্মান,
যেই নারী তোমাকে গর্বে ধরেছে
দিয়েছে আলোর সন্ধান।

দশ মাস দশ দিন তোমার জন্য
জীবন মৃত্যুর লড়াই করেছে যেই নারী,
সেই নারীকেই তুমি ধর্ষণের অপবাদে
করেছো দেশান্তরী।

যেই নারীকে বানিয়েছ ভোগের পণ্য
সমাজের কাছে সে ধর্ষিতা,
তুমি মানব রুপী দানব করেছো প্রমাণ
দেহে রয়েছে তোমার পশুর আত্মা।

তুমি ভুলে গিয়েছো নারীর গর্ভে
রক্ত খেয়েছো বাঁচিয়েছে প্রাণ,
নারীর কোলে জন্মগ্রহণ করে
নারীকেই করছো অসম্মান।

তুমি নির্বোধ ঘাতক পিচাশের আচরন
ব্যর্থ হয়েছে মানব কুল,
অভিশপ্ত নারীর গর্ভে জন্ম তোমার
লজ্জিত আজ সৃষ্টি কুল।

আমি পুরুষ ধিক্কার জানাই
আদর্শ মায়ের ঘরে জন্ম আমার,
সর্বদাই নারীকে দেখি সম্মানের চোখে
সৃষ্টিকর্তা দিয়েছে সেই অধিকার।

মন্তব্য করুন